উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেনধরেন... আমি Honours 1st Year, এ, তাহলে New Folder এ গেলে আমি দুইটি সিমেস্টারের জন্য আগে দুইটি Folder Create করলাম। 1st Semester and 2nd Semester. তারপর, 1st Semester এ ক্লিক করে, ঐ সেমিস্টারে আমার কি কি কোর্স আছে, সব কোর্সের নাম দিয়ে আলাদা আলাদা Folder Create করলাম, এখন ঐ কোর্সের ভেতরে আমার যা যা কোর্স ফাইল আছে, সব রাখবো। ক্লাসের যে কেউ ঐ Course এর Folder এ PDF/Others Files Upload করতে পারবে। এখন ধরেন.. আমি 2nd Year এ উঠলাম। আগের সেশনের সাথে আমার কোর্সের মিল নাই। তাহলে, আমি আবার New Folder Create করবো, আমার সেশন দিয়ে। তারপর তার ভিতরে আবার Semester Folder করবো। আবার সেই একই নিয়মে আমার যা যা কোর্স আছে সবগুলো Folder Create করবো। আবার আগের মতো Files Upload করবো।