How to use for my department?

Create Folders For Your Semesters and Courses where your classmate will upload lecture files

আপনার সেমিস্টার হয়ে থাকলে প্রথমে 1st Semester and 2nd Semester এভাবে দুইটি Folder Create করুন। তারপর সেই Semester এর মধ্যে ক্লিক করে ঐ Semester Folder এর ভেতরে আপনার সকল Course এর জন্য একটি একটি করে Folder Create করুন। এরপর ঐ Course Folder এর ভেতরে Course এর PDF Files or Others Files রাখুন। ক্লাসে যখন যা পড়ানো হয় তার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং Class Lecture এর PDF আপলোড করুন। যাতে আপনি সহ ক্লাসের সবাই সব শীটের পিডিএফ গোছানো আকারে এক জায়গায় পায়। যেকোনো সময় এখান থেকে পড়তে পারে বা ডাউনলোড করতে পারে। পরবর্তীতে আপনার জুনিয়ররাও যাতে এর সুবিধা পায় এবং আপনার ছাত্রজীবন অবস্থায় অথবা চাকরির ইন্টারভিউ এর সময় যাতে, যেকোনো PDF প্রয়োজন হলে হাতের কাছেই পান।

উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেনধরেন... আমি Honours 1st Year, এ, তাহলে New Folder এ গেলে আমি দুইটি সিমেস্টারের জন্য আগে দুইটি Folder Create করলাম। 1st Semester and 2nd Semester. তারপর, 1st Semester এ ক্লিক করে, ঐ সেমিস্টারে আমার কি কি কোর্স আছে, সব কোর্সের নাম দিয়ে আলাদা আলাদা Folder Create করলাম, এখন ঐ কোর্সের ভেতরে আমার যা যা কোর্স ফাইল আছে, সব রাখবো। ক্লাসের যে কেউ ঐ Course এর Folder এ PDF/Others Files Upload করতে পারবে। এখন ধরেন.. আমি 2nd Year এ উঠলাম। আগের সেশনের সাথে আমার কোর্সের মিল নাই। তাহলে, আমি আবার New Folder Create করবো, আমার সেশন দিয়ে। তারপর তার ভিতরে আবার Semester Folder করবো। আবার সেই একই নিয়মে আমার যা যা কোর্স আছে সবগুলো Folder Create করবো। আবার আগের মতো Files Upload করবো।

Contact Us

Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.